ঈদুল ফিতর উপলক্ষে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবার স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগম এড়িয়ে সকলকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন তিনি।
আখাউড়া পৌরসভাসহ সমস্ত আখাউড়াবাসীর নিরবচ্ছিন্ন শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে মেয়র বলেন, একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে সমাগত। ঈদ আামাদের সকলের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন কিন্তু এমন একটি সময়ে ঈদ সমাগত যখন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র পৃথিবীর মানবসমাজ।
তিনি আরো বলেন, ইতিমধ্যে আমাদের আখাউড়া উপজেলাসহ পৌরসভা এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করে ঈদ উদযাপন করার আহবান জানান তিনি। সেই সাথে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত আদায় করতেও তিনি পৌরবাসীকে আহবান জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com