ব্রেকিং

x

আখাউড়া পল্লী বিদ্যুৎ অফিস স্থানান্তর। দোয়া ও মিলাদ মাহফিল

শনিবার, ২০ এপ্রিল ২০১৯ | ১০:১৬ অপরাহ্ণ

আখাউড়া পল্লী বিদ্যুৎ অফিস স্থানান্তর। দোয়া ও মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের স্থান পরিবর্তন হয়েছে। আখাউড়া মসজিদপাড়া থেকে আখাউড়া শহর বাইপাস সড়কের পাশে একটি নতুন ভবনে স্থানান্তর হয়েছে এই অফিস। নতুন ভবনে অফিস স্থানান্তর উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে মিলাদ ও দোয়ার মাহফিল হয়েছে। এই মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: শাহজাহান তালুকদার, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভুমি এ, কে এম শরীফুল হক, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মদ নিজামী, ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।


এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের জানায়, নতুন করে চুক্তিপত্র না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের স্থান পরির্বতন করা হয়েছে। পৌরসভার মসজিদপাড়া থেকে আখাউড়া শহর বাইপাস সড়কের পাশে নতুন একটি ভবনে স্থানান্তর হয়েছে আখাউড়া পল্লী বিদ্যুৎ অফিস । বিদ্যুৎ সংক্রান্ত প্রয়োজনে সকল গ্রাহককে নতুন অফিসে যোগাযোগ করার আহবান জানিয়েছেন তিনি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!