আখাউড়া নিউজ পরিবারে নতুন করে দুইজনকে যুক্ত করা হয়েছে। আগে থেকে যুক্ত তিনজনের পদোন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার আখাউড়া নিউজের সম্পাদক ও প্রকাশকের সিদ্ধান্তে সাংবাদিক আব্দুল মমিন বাবুলকে সহকারী সম্পাদক, বাদল আহাম্মদ খানকে উপ-সম্পাদক ও জহিরুল ইসলাম সাগরকে সাহিত্য ও শিক্ষা বিভাগের প্রধান হিসাবে পদোন্নতি দেয়া হয়। নতুন করে সাংবাদিক আশীষ সাহাকে প্রধান প্রতিবেদক ও ময়নাল হক ভুইয়াকে মফস্বল বার্তা সম্পাদক হিসাবে যুক্ত করা হয়।
আখাউড়া নিউজের সম্পাদক ও প্রকাশক এ্যাড. আব্দুল্লাহ ভুইয়া বাদল জানায়, সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রমে আখাউড়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া জেলায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এটি আরো গতিশীল করতে আখাউড়া নিউজ পরিবারে আরও দুইজনকে যুক্ত করা হয়েছে। পদোন্নতি দেয়া হয়েছে তিনজনকে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com