ব্রেকিং

x

আখাউড়া দেবগ্রাম দক্ষিণ-পূর্বপাড়া লকডাউন, ২৫ জনের নমুনা সংগ্রহ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ৭:৪৩ অপরাহ্ণ

আখাউড়া দেবগ্রাম দক্ষিণ-পূর্বপাড়া লকডাউন, ২৫ জনের নমুনা সংগ্রহ
ফাইল ছবি

আজ মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভার দেবগ্রামের দক্ষিন-পূর্বপাড়াকে লকডাউন করা হয়েছে। এখানকার একজন মহিলা ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় লকডাউন ঘোষণা করা হয় বলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন।


এদিকে মহিলা ডাক্তারের সংস্পর্শে থাকা আখাউড়া দেবগ্রাম দক্ষিন-পূর্বপাড়ার ১৯ জনসহ আখাউড়া উপজেলায় নতুন করে ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের নমুনা নেয়া হয়েছে তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যালম চন্দ্র ভৌমিক এই তথ্য জানিয়েছেন ।


জানাগেছে, আখাউড়া দেবগ্রামের এক মহিলা ডাক্তার করোনা ভাইরাস আক্রান্তের খবরে গ্রামজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনসহ যারা ডাক্তারের সংস্পর্শে ছিল তাদের ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। গ্রামটির দক্ষিণ-পুর্বপাড়াকে সুরক্ষিত রাখতে লকডাউনি করা হয়েছে।

এদিকে লকডাউন চলাকালীন গ্রামের কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে না। কেউ লকডাউন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!