আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানীকে আরো গতিশীল করতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি নির্দেশ দিয়েছেন। আজ রোববার বিকালে এ উপলক্ষে মাছ রফতানী কারকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে বন্দর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, ব্যবসায়ি নেতা আব্দুল ওহাব, মোবারক হোসেন ভুইয়া, ফোরহান উদ্দিন খলিফা, সফিকুল ইসলাম, নাজিরুল হক ও রাজিব ভুইয়া প্রমুখ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, মাছ রফতানীর ক্ষেত্রে সময়ের অনেক অপচয় হয় ফলে মাছ নিয়ে ব্যবসায়িরা বিপাকে পড়ছে। এই সমস্যাকে দূর করতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি নির্দেশ দিয়েছেন সকাল সাড়ে ৬টায় মাছ পাঠাতে হবে ভারতে। এই নির্দেশনাকে সম্মান জানিয়ে ব্যবসায়িরা সকাল ৭টায় ভারতে মাছ রফতানীর আশ্ব্যাস দিয়েছেন।
তিনি আরো বলেছেন, মাছ রফতানী আরো গতিশীল করতে সংশ্লিষ্ট সরকারী অফিসগুলো ব্যবসায়িদের সব ধরণের সহযোগীতা করবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com