গত ১৮ ও ১৯ জুন আখাউড়ায় স্থলবন্দর দিয়ে নিজদেশে প্রবেশকৃত ২৪৩ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত। আজ রোববার ভারত ত্রিপুরারাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোস্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ করেছেন।
জানাগেছে, করোনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকা পড়া ২৪৩ জন ভারতীয় নাগরিককে দুই দফায় নিজদেশে ফেরত নিয়েছে ভারত সরকার। গত ১৮ জুন ১২৩ ও ১৯ জুন ১২০ জন ভারতীয় আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফেরত যায়। ভারতে প্রবেশের পর ত্রিপুরারাজ্যের স্বাস্থ্য বিভাগ তাদের করোনার নমুনা সংগ্রহ করে। আজ রোববার তাদের নমুনার প্রাপ্ত ফলাফলে ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com