ব্রেকিং

x

আখাউড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছেন ভারত স্পোর্টস প্রতিনিধিদল

মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | ২:০০ অপরাহ্ণ

আখাউড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছেন ভারত স্পোর্টস প্রতিনিধিদল

ভারত-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের বৈঠকে অংশগ্রহন করতে তিনদিনের সফরে আট জনের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় স্থলবন্দরে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়াসহ স্থানীয় সাংবাদিকরা।



ভারত প্রতিনিধিদলের প্রধান, ড. সুজিত রায় জানান, দু’দেশের পিছিয়ে পড়া খেলাগুলোকে প্রচার ও প্রসারের লক্ষে তারা কাজ করবেন। এ নিয়ে আগামীকাল ঢাকায় দু’দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন দয়ানন্দ কুমার, রতন সাহা, জহর দাস, বিশাল সিংহ, অলক ঘোষ, সুবেন রাহা, সমির অধিকারী। বাংলাদেশে অভ্যর্থনাকারীদের মধ্যে ছিলেন বন্দরের ব্যবসায়ি মো: নাজিরুল হক, সাংবাদিক মোহাম্মদ আবির, রুবেল, পারভেজ, ব্যবসায়ি হাসান খলিফা প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!