আজ রোববার বিকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা রান স্টেট, রান ফর ইউনিটির একটি প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করেছেন।
আগরতলা ম্যারাথনের ফাউন্ডার ড. বিন্দাবন বিহারী দাসের নেতৃত্বে ৬ জনের প্রতিনিধিদলটি তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখবেন।
ভারতীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারত ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সেক্রেটারী ড. সুজিত রায়, ত্রিপুরা প্লেয়ার ওয়েলফায়ার এসোসিয়েশনের সেক্রেটারী অমিয়া কুমার দাস, লেখক ও খেলোয়াড় সুজিত ভৌমিক, ত্রিপুরা ক্রীড়া পরিষদের ওয়ার্কিং সভাপতি নিরঞ্জন ভট্টাচার্য, সোভা নাথ তেওয়ারী।
এদিকে আখাউড়া স্থলবন্দর প্রবেশের পর ফুল দিয়ে প্রতিনিধিদলটি অর্ভথনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভ্ইুয়া, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সাংবাদিক বাদল আহাম্মদ খান, ময়নাল হক ভুইয়া, ব্যবসয়ি অশিষ বিশ্বাস প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com