করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকেপড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া অব্যহত রেখেছে ভারত সরকার। আজ বৃহস্প্রতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০৯ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিল।
এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস, অনিন্দ্য ব্যানার্জী। তাদেরকে অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আরও পড়ুন: আখাউড়ায় আবারও জয়পুরমুড়ায় আতঙ্ক, ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে ইউএনও
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম দফায় ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদের সাথেসহ বাংলাদেশ ও ভারত স্থলবন্দর সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দেন হাই কমিশনার।
করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তোষ্টি প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা ধন্যবাদ জানায় হাইকমিশনের প্রতি।
আরও পড়ুন: আখাউড়ায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙ্গে পড়েছে অর্ধশত কাচা ঘরবাড়ি
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান নেছার আহমদ চৌধুরী, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।
আরও পড়ুন: আখাউড়ায় ভিক্ষুক ও পথশিশুকে ঈদের উন্নতমানের খাবার দিলেন ইউএনও রেইনা
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com