বিশ্বজিৎ পাল বাবু:
বাংলাদেশে আটকা পড়াদের মধ্যে তৃতীয় দফায় আরও ১২৩ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান তারা।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লকডাউনের কারণে আটকা পড়া ভারতীয় নাগরিকরা ভ্রমণসহ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরবর্তীতে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর তারা নিজ দেশে ফেরার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন’। ‘নিবন্ধনের আওতায় শুক্রবার তৃতীয় দফায় ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে রেকর্ড সংখ্যক ১০৫ জন করোনায় আক্রান্ত
এর আগে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন এবং দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার ১২০ জন ভারতীয় নাগরিক আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান।
আরও পড়ুন: কসবা এখন করোনা আক্রান্তের হটস্পট, আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com