আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী আওয়ামী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী আওয়ামী পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছে আখাউড়া দক্ষিন ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ রুবেল আহমেদ (ছোট কুড়িপাইকা), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ জাহিদ হাসান রবিন (কেন্দুয়াই), সংগঠনের সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ আরিফ ভূঁইয়া (বড় কুড়িপাইকা)কে।
এদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম জানায়, তার কাছে কমিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল।
হস্তান্তরের সময় কমিটির নেতৃবৃন্দরা আগামী জাতীয় নির্বাচনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী আওয়ামী পরিষদ কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি মোঃ শামীম মিয়া (সাতপাড়া), সহ-সভাপতি মোঃ মশিউর (হীরাপুর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ভূঁইয়া (হীরাপুর) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া (হীরাপুর), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন চৌধুরী (আব্দুল্লাহ্পুর), দপ্তর সম্পাদক মোঃ বিনয় চৌধুরী (আব্দুল্লাহ্পুর), প্রচার সম্পাদক মোঃ আবু সাঈদ ভূঁইয়া (ছোট কুড়িপাইকা), সহ-প্রচার সম্পাদক মোঃ সোহেল কাজী (হীরাপুর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আজাদ চৌধুরী (বড় কুড়িপাইকা), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুল চৌধুরী (নূরপুর)।
সম্মানিত সদস্য মোঃ সজিব ভূঁইয়া (বড় কুড়িপাইকা), মোঃ রবেল আহমেদ (সাতপাড়া), মোঃ সুজন মাহমুদ (ছোট কুড়িপাইকা), মোঃ মুছা মিয়া (ছোট কুড়িপাইকা), মোঃ সাদ্দাম ভূঁইয়া (হীরাপুর), মোঃ নজরুল বাবু শিকদার (বড় কুড়িপাইকা), মোঃ মানিক রতন (বড় কুড়িপাইকা), মোঃ পারভেজ ভূঁইয়া (হীরাপুর), মোঃ মামুন শিকদার (বড় কুড়িপাইকা), মোঃ শাহাদৎ (আনন্দপুর), মোঃ সায়েম ভূঁইয়া (হীরাপুর)
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com