ব্রেকিং

x

আখাউড়া টেলিভিশন সাংবাদিকদের কার্যালয় উদ্বোধন

শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮ | ২:০৩ অপরাহ্ণ

আখাউড়া টেলিভিশন সাংবাদিকদের কার্যালয় উদ্বোধন

আজ শনিবার সকালে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।


এসময় উদ্বোধক ও প্রধান অতিথি উম্মে শবনম মোস্তারী মৌসুমী  বলেছেন, বর্তমান সময়ে টেলিভিশন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব সংবাদ টেলিভিশনের মাধ্যমে দ্রুত পৌছে যাচ্ছে মানুষের কাছে।


তিনি সবসময় আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন আখাউড়া সাব-রেজিষ্ট্রার তাজনুভা জান্নাত, কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জুটন বনিক, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক বাদল আহাম্মদ খান, সাংবাদিক ময়নাল হক ভুইয়া, মোশারফ হোসেন কবির, রতন পারভেজ, জালাল হোসেন মামুন ও মোজাম্মেল ভুইয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সমীর চক্রবর্তী।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!