আখাউড়া মনিয়ন্ধ জয়পুরমুড়ায় মাটিতে ফাটল দেখা দিয়েছে। জানমালের নিরাপত্তায় আইনমন্ত্রীর নির্দেশে সরিয়ে নেয়া হচ্ছে ৫০টি পরিবারকে। আজ শনিবার উপজেলা প্রশাসন এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারী করেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুরমুড়ায় বসবাসকারীদের জানমাল ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৪ ঘন্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হল অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহনক্রমে চলে যেতে বাধ্য করা হবে।
জানাগেছে, জয়পুরমুড়া নামক এলাকাটি পাহাড়ী এলাকার মত উচুস্থানে। হঠাৎ করে গত বৃহস্প্রতিবার এই মুড়ায় ফাটল দেখা দিয়েছে। এতে জানমালে নিরাপত্তায় জয়পুরমুড়ার বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আজ শনিবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জয়পুরমুড়া পরির্দশন করেন, জয়পুরমুড়ায় বসবাসকারী মানুষের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, স্থানীয় চেয়ারম্যান মো: কামাল ভুইয়াসহ স্থানীয়রা।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, বিষয়টি আইনমন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে।
তিনি আরো বলেন, জানমালের নিরাপত্তার স্বার্থে জয়পুরমুড়ায় বাসবাসকারী ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। যাদের অন্যত্র থাকার যায়গা নেই তাদেরকে স্থানীয় স্কুলগুলোতে বসবাসের জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, ফোনে আইনমন্ত্রী মহোদয় সবার সাথে কথা বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই সমস্যার সমাধান হয়ে যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com