নবাগত আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সঙ্গে মতবিনিময় করেছেন খড়মপুর শাহপীর কল্লা শহিদ মাজার শরীফ পরিচালনা কমিটি। আজ সোমবার দুপুরে যোগদানের প্রথম দিনে শুরুতেই ফুল দিয়ে বরণ করেন তাদের কমিটির সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তারকে। পরে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, মাজার পরিচালনা কমিটির সদস্য ও আখাউড়া পৌরসভা্র কাউন্সিলর মো: তাকদির খাদেম, মাজার পরিচালনা কমিটির সদস্য কাজী শরীফ খাদেম প্রমুখ।
মতবিনিময়ের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির পদাধিকার বলে সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তার কমিটি ও মাজার শরীফের বিভিন্ন খোজ খবর নেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com