আজ বৃহস্প্রতিবার আখাউড়া খড়মপুর তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বারণী স্নানোৎসব চলছে। হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম চৈত্র মাসের বারণী তিথি মোতাবেক প্রতি বছর খড়মপুর মাজার শরীফ ঘাটে সারা বছরের পাপ মোচন ও পূণ্য সঞ্চয়ের আশায় আখাউড়াসহ ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন বয়সের হাজার হাজার নারী পুরুষ তিতাসনদীর গঙ্গা স্নানে মিলিত হয়। আজ সূর্যদ্বয়ের সাথ সাথে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থী মন্ত্র উচ্চারণ সহ পূণ্য সলিলে অবগাহন করেন। এসময় পূণ্যার্থীরা পূর্ব পুরুষদের শান্তিকামনা করে তর্পন করেন। স্নান উপলক্ষে খড়মপুর মাজার শরীফ মাঠে চলছে জমজমাট বারনী মেলা।
বারণী মেলায় শিশুদের দেশীয় রকমারি খেলনা
এদিকে বারণী মেলায় হিন্দুধর্মালম্বীসহ অন্যান্য ধর্মের হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে খড়মপুর মাজারে। দেশীয় রকমারি জিনিসপত্রের আকর্ষনীয় পসরা সাজানো হয়েছে বারণী মেলায়। দোকানগুলোতে চোখ মেললেই দেখা যাচ্ছে মানুষের উপচেপড়া ভিড়। পছন্দসই জিনিসপত্র কিনতে ঘুরছে শিশুরাও।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com