নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) এর দুই থানার জন্য কোরবানীর পশু উপহার দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এম.পি। মন্ত্রীর ব্যক্তিগত টাকায় থানা পুলিশকে গরু কিনে দেয়া হয়, যা ঈদে কোরবানী দেয়া হবে। ইতিমধ্যেই থানা পুলিশের হাতে গরু হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল এ তথ্য নিশ্চিত করে জানান, কোরবানীর সময়ও অনেক পুলিশ সদস্য ছুটি নিয়ে বাড়ি না গিয়ে দায়িত্ব পালন করবেন। তাঁদের কথা চিন্তা করেই মন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর জন্য বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলার গাববাড়ি জামে মসজিদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিক ও বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কবির হোসেন ভূঁইয়া এ দোয়ার আয়োজন করেন। এ সময় করোনা থেকে রক্ষা পাওয়ার জন্যও দোয়া করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com