ব্রেকিং

x

আখাউড়া ও কসবায় ৫০০ কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

আখাউড়া ও কসবায় ৫০০ কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
akhauranews.com

আখাউড়া ও কসবায় ৫০০ কর্মহীন পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। আজ শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান নিজে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করেন।


আজ বিকাল সাড়ে ৪টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠ ও রাধানগর রাধামাধব আখড়ায় ২০০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।

এদিকে আজ বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কসবা উপজেলায় ৩০০ কর্মহীন পরিবারের মধ্যে চাল, ডাল ও পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, পানিয়ারূপ এড.সিরাজুল হক উচ্চ বিদ্যালয ও হাজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে  পৃথক পৃথক ভাবে তিন শত গরীব দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

এই সময় উপস্থিত ছিলেন;কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভুইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাসুদ উল আলম, সহকারী কমিশনার(ভুমি)  হাছিবা খাঁন, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!