ব্রেকিং

x

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ইফতার মাহফিল

বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | ১০:১৫ অপরাহ্ণ

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ইফতার মাহফিল

আজ বৃহস্প্রতিবার আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, বীরমুক্তিযোদ্ধা জামসেদ শাহ, বাহার মিয়া মালদার, আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান ভুইয়া, আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া ও কাউন্সিলর ফাতেমা বেগম। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন আনোয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: মনিরুল ইসলাম।


এছাড়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন তারাগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, উমেতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, দুর্জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেকের মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক নেতা শাহ জালাল, জান্নাতুল ফেরদৌস, শিক্ষক সাইফুল ইসলাম, আবু জাফর, সামসুল হক, কুতুব উদ্দিন, মাহবুবুল আলম, সুলতানা ফেরদৌসি, তাহমিনা সুলতানা, সাইদুর রানা, জীবন আক্তার, মনোয়ারা শিরিন, তাসলিমা, আনহারুন্নাহার, আমিরা আক্তার পলি, আয়েশা আক্তার, ফাতেমা, শিরিন আক্তার, খন্দকার রোমানা, আকলিমা আক্তার প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন দেলাওয়াত করেন শিক্ষক কামরুল হক। ইফতারের আগে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুফতি মাওলানা কেফায়েত উল্লাহ মাহমুদী।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!