আজ বুধবার আখাউড়া উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। আনুষ্ঠানিক ভাবে বিদায় দেয়া হয়েছে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনাকে।
আজ দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের মাসিক সাধারন সভায় নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, পুরুষ ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
এসময় তাদেরকে ফুল ও সম্মাননা ক্রেস দিয়ে বরণ করে নেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা সহকারী কমিশনার ভুমি এ,কে,এম শরীফুল হক, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামীসহ পরিষদের বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।
এদিকে উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের মাসিক সভায় ফুল ও সম্মাননা ক্রেস দিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
পরে নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান সকলকে সঙ্গে নিয়ে নিজের কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম আহমদ শাহ আল জাবের, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com