পদন্নোতি প্রাপ্ত আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দেয়া অব্যহত রয়েছে। আজ মঙ্গলবার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
আজ সকালে পদন্নোতি প্রাপ্ত আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন আখাউড়া দেবগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নত করার চেষ্টা করেছি। এতে শতভাগ সফলতা এসেছে। আপনাদের চেষ্টায় শিক্ষার্থীরা আলোকিত হচ্ছে। শিক্ষায় আরো সফলতা আসুক আপনাদের কাছে এ কামনা করছি।
এদিকে আজ মঙ্গলবার বিকালে পদন্নোতি প্রাপ্ত আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেন আখাউড়া উপজেলা ডিজিটাল সেন্টার, উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টার কার্যালয়ে মো: শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান সুন্দর একটি আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপজেলা ডিজিটাল সেন্টারের চলমান অবস্থা ধরে রাখার জন্যও আহবান জানান তিনি। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী।
অপরদিকে সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আখাউড়া উপজেলার উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ পদন্নোতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী মোহাম্মদ শামছুজ্জামানকে সংবর্ধনা দেন। এই বিদায়ী সংবর্ধনায় শতশত আলেম উলায়েম কেরামগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পদন্নোতি প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দেন আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে ঐক্য থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের ইতিহাস ধরে রাখবে মুক্তিযোদ্ধাদের সন্তানরা। মুক্তিযুদ্ধকে বাচিয়ে রাখবে মুক্তিযোদ্ধার সন্তান। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী। এছাড়াও শিক্ষক সমিতির মৌসুমী আক্তারসহ আরো কয়েকটি সংগঠন পদন্নোতি প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে বিদায় জানাতে আসেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com