ব্রেকিং

x

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ৬ জনের নমুনা সংগ্রহ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | ৪:৩৪ অপরাহ্ণ

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ৬ জনের নমুনা সংগ্রহ

আখাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করায় আজ বৃহস্প্রতিবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করা হয়  বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে।


জানাগেছে, আখাউড়া উপজেলায় মোট ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এলাকায় যাতায়াত, বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সরকারের বিভিন্ন কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাসহ প্রশাসনের লোকজন রাতদিন পুরো উপজেলা জুড়ে ঘুরছেন। থানার অফিসার ইনর্চাজসহ পুলিশ সদস্যরাও নিয়মিত বাইরে কর্তব্য কাজে নিয়োজিত থাকছেন। এছাড়া বর্তমানে অধিকাংশ করোনা রোগীর উপর্সগ নেই। উপর্সগহীন রোগীর পরিমান বেশী হওয়ায় আজ বৃহস্প্রতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২ জন, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে ২ জন ও আখাউড়া থানার ২ জন পুলিশ সদস্য নিয়ে মোট ৬ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।


এদিকে উপজেলা প্রশাসন সূত্রে আরো জানাগেছে, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসানের নমুনা সংগ্রহ করা হয় সবার আগে, ইতিমধ্যে করোনা পরীক্ষায় উপজেলা সহকারী কমিশনারের নেগেটিভ এসেছে বলেও প্রশাসন সূত্রে জানাগেছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, করোনা আক্রান্ত অনেক রোগীর উপর্সগ নেই। সরকারী দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে দিনরাত যেতে হচ্ছে তাই নমুনা দেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!