আখাউড়ায় করোনা আক্রান্ত ৩ মহিলাকে ব্রাহ্মণবাড়িয়া করোনা আইসোলেশনে পাঠানো হয়েছে। লকডাউন করে দেয়া হয়েছে উপজেলার আমোদাবাদ ও গঙ্গানগর গ্রাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই তথ্য জানিয়েছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক জানায়, আখাউড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৩জন মহিলাকে আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টিভি হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে পাঠানো হয়েছে।
এদিকে একদিনে তিনজন করোনায় আক্রান্তের খবরে আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ ও মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামকে লকডাউন করে দেয়া হয়েছে। বিকাল ৪টা থেকেই লকডাউন কার্যকর হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, আমোদাবাদ ও গঙ্গানগর গ্রামে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে তাই এই দুইগ্রাম লকডাউন করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন করেছে, এটি সন্ধ্যা ৬টায় কার্যকর হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com