ব্রেকিং

x

আখাউড়ায় ৯ মাদরাসা ছাত্র আটক

বৃহস্পতিবার, ১০ মে ২০১৮ | ১০:৪৩ অপরাহ্ণ

আখাউড়ায় ৯ মাদরাসা ছাত্র আটক

আখাউড়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৯ মাদরাসা ছাত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণেলবাজার এলাকা থেকে তাদের আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুতিয়ারা গ্রামের মৃত ইসমাঈল মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৬), বিজয়নগর উপজেলার নূরপুর গ্রামের রমজান আলী চৌধুরীর ছেলে আবু বকর চৌধুরী (২২) ও সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের মজু মিয়ার ছেলে আবদুর রহমান (২২), কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের আলী আহমেদের ছেলে নোমান আহমেদ (২৫), নোয়াখালী জেলার সদর উপজেলার চৌমুহনীর করিমপুর গ্রামের মো. হারুন অর রশীদের ছেলে উমর ফারুক (২৫) ও সোনাইমুড়ি উপজেলার মো. নুরুল হুদার ছেলে মোজাম্মেল হোসেন (২২), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. ইউসুফ শরীফের ছেলে আজিজুর রহমান (২৪), মাদারীপুর জেলার শিবচর উপজেলার উত্তর চরসেমাইল গ্রামের মুজিবুর রহমানের ছেলে অহিদুজ্জামান (১৯) এবং শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আলীখান কান্দি গ্রামের চুন্ন খানের ছেলে আবদুল মান্নান (২৩)। এরা সবাই ভারতের দিল্লির দেওবন্দ মাদারাসার ছাত্র।


২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী বিয়ষটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে মেয়াদোত্তীর্ণ ভারতীয় ভিসা নিয়ে ওই নয় মাদরাসা ছাত্র ভারত থেকে অবৈধভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে কর্নেলবাজার এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। এদের সবার ভিসা বেশ কয়েকদিন আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!