আখাউড়ায় ৭০০ কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী ও ১৫০ পরিবারে নগদ অর্থ দিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারী। আজ বুধবার সকালে আখাউড়া উপজেলায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আখাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল মনসুর মিশন জানায়, আখাউড়ায় ৭০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দেয়া হয়, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ। এছাড়া ১৫০ কর্মহীন পরিবারে ৩০০ টাকা করে ৪৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
তিনি আরো জানান, নাছির উদ্দিন হাজারীর গ্রামের বাড়ি চাঁন্দপুর থেকে খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মো: বিল্লাল হোসেন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. বাহার মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খাদেম, হাজী জালাল উদ্দিন, শেখ হুমায়ূন কবির জীবন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, মো. সুমন খান, শামীম ইকবাল, শেখ নাজিম উদ্দিন দুলাল, দাউদ মিয়া, মোবাশ্বির আহসান প্রমুখ।
এর আগে মঙ্গলবার কসবার ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলেও তিনি জানিয়েছেন।।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com