আখাউড়ায় ৭ জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া কর্নেল বাজার এলাকা থেকে হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
জানাগেছে, সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আখাউড়া থানার অফির্সাস ইনচার্জ রসুল আহমদ নিজামী আখাউড়া কর্নেল বাজার এলাকায় জুয়া খেলা দমন করতে একটি পুলিশের টিম পাঠায়। থানার এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের শৌনলোহঘর গ্রামের হুমায়ুন ভুইয়ার পুত্র জুয়েল ভুইয়া (২৯), আলেক মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০), আব্দুল খালেক মিয়ার পুত্র রানা হামিদ (২৩), গোয়ালগাঙ্গাইল গ্রামের আব্দুস সালাম মিয়ার পুত্র মো: কায়দে আজম কাদির (২৭), তাহার মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯), আইড়ল গ্রামের রশিদ মিয়ার পুত্র মো: জসিম (৫০) ও খলাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার পুত্র শাহীন মিয়া (২৫)।
গ্রেফতারকৃত জুয়ারীদের আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফির্সাস ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেছেন, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জুয়ারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ক্রিকেট জুয়ারিদেরকেও অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com