ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১৫৫ বোতল ইস্কফ ও ফেনসিডিল সহ আব্দুল হামিদ (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েনের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নূরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত মহরুম আলীর ছেলে।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস বিজ্ঞতে এ তথ্য জানানো হয়।
চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার নূরপুর গ্রামে মাদক বিক্রেতা হামিদের বসত বাড়ির রান্না ঘরের মাটির নিচে তল্লাশি চালিয়ে ইস্কফ ও ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com