আখাউড়ায় এক ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকালে মনিয়ন্দ ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হাকিম মিয়া (২৫) নামে যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
আটককৃত যুবক নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা জিথান গ্রামের বাসিন্দা আব্দুর জব্বার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় গাঙ্গাইল গ্রামের অহিদ মিয়ার ৪ বছরের শিশু কন্যা বাড়ির আঙ্গিনায় খেলা করছিলেন। এসময় বাড়ির কাজের লোক হাকিম তাকে একা পেয়ে কৌশলে ডেকে নিয়ে গোয়ালঘরে জোরপূর্বক শিশুটিকে যৌন নিপীড়ন করে। এসময় শিশুর চিৎকারে বাড়ির লোকজন ওই বখাটে যুবককে আটক করে। পরে এলাকাবাসী তাকে আখাউড়া থানা পুলিশে সোর্পদ করে.
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ধরনের অপরাধ রোধে আমাদের সচেতনতা প্রয়োজন। মানসিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন আনা দরকার। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে করেছেন বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com