ব্রেকিং

x

আখাউড়ায় ৫টি গরুসহ কৃষকের গোয়াল ঘর আগুনে ভষ্মিভূত । ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা

বুধবার, ২১ মার্চ ২০১৮ | ১২:২৯ অপরাহ্ণ

আখাউড়ায় ৫টি গরুসহ কৃষকের গোয়াল ঘর আগুনে ভষ্মিভূত । ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা

 


আখাউড়ায় ৫টি গরুসহ কৃষকের গোয়াল ঘর আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েগেছে। এতে প্রায় ৪ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আখাউড়া  উপজেলার  ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


জানাগছে,  প্রতিদিনের মত মঙ্গলবার ছয়ঘড়িয়ার কৃষক মো. ফুরকান মিয়ার  গোয়াল ঘরে ৫টি গরু বেধে রাখা হয়। মশার উপদ্রব  ঠেকাতে গোয়াল ঘরে মশার কয়েলও জ্বালিয়ে দেয়া হয়। এই মশার কয়েল থেকেই আগুন লেগে ভষ্মিভুত হয়ে যায় ৫টি গরুসহ গোয়াল ঘরটি।

কৃষক ফোরকান মিয়া জানায়, এই আগুনে তার অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মঙ্গলবার রাতে কখন আগুন লেগেছিল তা তিনি বলতে পারছেন না।

স্থানীয় মোগড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!