আখাউড়ায় ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে একজন শিশু রয়েছে।
আজ বৃহস্প্রতিবার দুপুরে আখাউড়া কর্ণেলবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ভারতের ত্রিপুরার রাজ্যের আমতলীর বন্দনা দাস (৪০), মহামায়া দাস (৫৫), নীলা দাস (২৫) ও জয় দাস (৬)। এ বিষয়ে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত একজন মহিলা বাংলাদেশী বলেও স্থানীয়রা জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com