আজ বুধবার দুপুরে আখাউড়া গুলখার গ্রামের অসহায় হত দারিদ্রদের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করলেন গুলখার খন্দকার ঐক্য পরিষদের সভাপতি হাজী মাসুদুল আমিন লিটন। আখাউড়া ধরখার ইউনিয়নের গুলখার গ্রামের খন্দকার ঐক্য পরিষদের সভাপতি দানবীর হাজী খন্দকার মাসুদুল আমিন লিটন তার নিজ গ্রামের ৪০০ জন হত দারিদ্র মানুষের হাতে শাড়ী, শিশুদের ঈদ পোষাক, লুঙ্গি, সেমাই ও চিনি তুলে দেন। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ২ ঘন্টা ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য লাভলু ভুইয়া, সমাজ সেবক কাউছার খন্দকার, ইসমাইল খন্দকার, সোনালী মিয়া খন্দকার, কুদ্দুস খন্দকার, আবু কালাম খন্দকারসহ গ্রামের সরদার ও মুরুব্বিগণ।
দানবীর হাজী খন্দকার মাসুদুল আমিন লিটন জানায়, মানব ও মানবতার কল্যাণে সব সময় খন্দকার ঐক্য পরিষদ কাজ করছে।
তিনি আরো বলেন, রমজান মাসে তার ব্যক্তিগত অর্থে উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে ১১টি টিউবওয়েল ও ৫টি সেলাই মেশিন বিতরণ করেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com