আখাউড়ায় মাদকসহ এনা মিয়া (৩১), ওয়াসিম মিয়া (৩৬) ও রবিন (২০) নামে ৩ শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আখাউড়া হীরাপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ আজ সোমবার সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃত ৩ জনের নিকট থেকে ৩০০ পিস ইয়াবা ও তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল উদ্ধার হয়। গ্রেফতারকৃত এনা মিয়া ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের এলু মিয়ার পুত্র। গ্রেফতারকৃত রবিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র এবং গ্রেফতারকৃত ওয়াসিম মিয়া একই গ্রামের আলী আকবরের পুত্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে থানায়।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানায়, মাদক নির্মূলে আখাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত রয়েছে। মাদক ব্যবসায়ি কিংবা মাদকসেবী কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com