ব্রেকিং

x

আখাউড়ায় ৩০ জুন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল লীগ শুরু

মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ১২:০৬ পূর্বাহ্ণ

আখাউড়ায় ৩০ জুন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল লীগ শুরু

আগামী ৩০ জুন থেকে আখাউড়ায় শুরু হচ্ছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল লীগ। উপজেলার ক্রীড়া সংস্থা এ লীগের আয়োজন করছে। এ উপলক্ষে আজ সোমবার উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা সূত্র জানায়, পৌরসভার দুইটি ও ইউনিয়ন পরিষদের পাঁচটি দল নিয়ে এ ফুটবল লীগ অনুষ্ঠিত হবে। পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি দিয়ে দল পাঠানোর জন্য আহবান জানানো হবে। শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে মাস ব্যাপি চলবে এ লীগ। বিকল্প হিসেবে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠও প্রস্তুত রাখা হবে।
ইউএনও জানান, আখাউড়া ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে, ক্রিড়ামোদীদেরকে মাঠমুখী করতে, সর্বোপরি মাদক নির্মূলের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। আয়োজনটি সফল করতে তিনি সকল পর্যায়ের শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!