আখাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩০০ পরিবারে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার মোগড়া ইউনিয়নের ৫৭ জন মার হাতে শিশু খাদ্য তুলে দেয়ার মাধ্যমে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।
মোগড়া ইউনিয়ন পরিষদে মায়েদের হাতে শিশু খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন।
আরও পড়ুন: আখাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঘরে থাকার আহবান জানিয়েছেন ইউএনও রেইনা
আখাউড়া উপজেলা নিবাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, আখাউড়া পৌরসভাসহ ০৫ টি ইউনিয়নে করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারী সংকট মোকাবেলায় পুষ্টিহীনতা ও খাদ্য সংকট পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৩০০ প্যাকেট শিশু খাদ্য বিতরণ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com