ব্রেকিং

x

আখাউড়ায় ২৫০ পরিবারে ঈদ উপহার দিয়েছে মনিয়ন্দ প্রবাসী কল্যাণ সংগঠন

মঙ্গলবার, ১৯ মে ২০২০ | ৭:২০ অপরাহ্ণ

আখাউড়ায় ২৫০ পরিবারে ঈদ উপহার দিয়েছে মনিয়ন্দ প্রবাসী কল্যাণ সংগঠন

আখাউড়ায় করোনায় কর্মহীন ২৫০ পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছে মনিয়ন্দ প্রবাসী কল্যাণ সংগঠন। আজ মঙ্গলবার সংগঠনের সদস্যরা এই ঈদ সামগ্রী উপকারভোগীদের বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন।আর আগেও কয়েকবার সংগঠনটি দরিদ্রদের সহায়তা করেছে। উপকারভোগীরা ঈদ সামগ্রী হাতে পেয়ে মনিয়ন্দ প্রবাসী কল্যাণ সংগঠনের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।


ঈদ সামগ্রী বিতরণের আগে মনিয়ন্দ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি জিয়াউর রহমান, মো: আমাল উল্লাহ খান, মো: রুবেল, মো: ইকবাল মিয়া, মো: কবির আহমদ, মো: ইদ্রিছ মিয়া, দুবরাজ মিয়া প্রমুখ।


মো: আমান উল্লাহ খান জানায়, সংগঠনের সভাপতি প্রবাসী মো: জাকারিয়া ভুইয়া, প্রধান উপদেষ্ঠা মো: জাফর মিয়া, লিডার মো: সমীর হাজারী, উপদেষ্ঠা নাদিম সরকার, সাধারন সম্পাদক মো: পিয়াস হাসানসহ সকল প্রবাসীদের আর্থিক সহায়তায় এই কার্যক্রম চলছে।

তিনি আরো জানান, একজন দরিদ্র মানুষকে একটি ছাগল, মেধাবী দরিদ্র ছাত্রীকে বই, খাতা, কলমসহ নগদ অর্থ প্রদান। অসহায় বিধবা নারীকে ব্যবসা করার জন্য আর্থিক অনুদান দেয়া হয়। করোনায় ১৩৫ জন দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!