আখাউড়ায় সবজি বীজ ও তার উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পারিবারিক কৃষি ও পুষ্টি চাহিদা পুরণের লক্ষে কৃষি প্রনোদনার আওতায় আখাউড়া উপজেলা কৃষি অফিস তা বিতরণ করে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সবজি বীজ ও তার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কামাল বাশার।
আরও পড়ুন: লকলাউনে বাংলাদেশে সন্তান জন্ম দিলেন ভারতের নারী, আখাউড়া দিয়ে সন্তানসহ ফিরলেন দেশে
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানায়, কৃষি প্রণোদনার আওতায় স্থানীয় কৃষি অফিস থেকে উপজেলার ৫টি ইউনিয়নের ১৬০টি পরিবারের মধ্যে পারিবারিক কৃষি ও পুষ্টি চাহিদা পুরণের লক্ষে সবজি বীজ ও তার উপকরণ বিতরণ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com