ব্রেকিং

x

আখাউড়ায় ১০ টাকা কেজি করে চাল বিক্রয় শুরু

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৩৩ অপরাহ্ণ

akhauranews.com

আখাউড়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি করে চাল বিক্রয় শুরু হয়েছে। আজ সোমবার সকালে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার একটি কেন্দ্রে চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


এসময় উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন, খাদ্য কর্মকর্তা রাজিব কুমার শীল, খাদ্য পরির্দশক আশীষ কুমার সরকার, খাদ্য বান্ধব কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।


খাদ্য কর্মকর্তা রাজিব কুমার শীল জানায়, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় আখাউড়া উপজেলায় মোট ২ হাজার ৯৮২টি পরিবারের নিকট কেজি প্রতি মাত্র ১০ টাকা মূল্যে চাল বিক্রয় হবে। প্রতি পরিবার ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। আখাউড়া উপজেলার ধরখার, মনিয়ন্দ, মোগড়া, আখাউড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে মোট ১০টি কেন্দ্রে নির্ধারিত ডিলাররা এই চাল বিক্রয় করছে। প্রত্যেক ইউনিয়নে ২টি করে কেন্দ্র রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!