ব্রেকিং

x

আখাউড়ায় সড়ক দুর্ঘটনারোধে সিএনজি চালকদের প্রশিক্ষন দেয়া হচ্ছে

সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯ | ৩:০৮ অপরাহ্ণ

আখাউড়ায় সড়ক দুর্ঘটনারোধে সিএনজি চালকদের প্রশিক্ষন দেয়া হচ্ছে

আজ সোমবার আখাউড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ৬দিন ব্যাপী সিএনজি চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সাইদ। প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।


আজ সকাল ১০টায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষক ট্রাফিক পুলিশ পরির্দশক আহমদ নুর ও আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন।


উদ্বোধনী সভায় চালকদের বাধ্যতামূলক লাইসেন্স গ্রহন ও সকলকে সড়ক চলাচলে ট্রাফিক আইন মেনে চলতে গুরুত্বপুর্ণ আলোচনা হয়।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানান, আজ থেকে ৬ দিন ব্যাপী আখাউড়ার ১৫০ জন সিএনজি চালিত অটোরিক্সা চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনারোধে তাদেরকে এই প্রশিক্ষনের আয়োজন করেছে উপজেলা পরিষদ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!