আখাউড়ায় মহান স্বাধিনতা দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে মহান স্বাধিনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্নাঢ্য আয়োজন করে। ২৬ মার্চ সকালে আতশ বাজির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, আখাউড়া থানা, রেলওয়ে থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া শাখা, পল্লী বিদ্যুৎ সমিতি আখাউড়া জোনাল অফিস, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠন, জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, নাছরীন নবী স্কুল এন্ড কলেজ,মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ,ডক্তর এন্ড ফারিয়া এসোসিয়েশন, এনজিও ফোরাম আখাউড়া উপজেলা শাখা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি( মৌসুমী আক্তার অংশ), সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি ( মনিরুল ইসলাম), ভ্যান শ্রমিক লীগ, নলকুপ শ্রমিক লীগ, হিজড়া এসোসিয়েশন, আখাউড়া প্রেসক্লাব ( স্বাধিনতার চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন), রিপোর্টার্স ইউনিটি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এতে আনসার, ভিডিপি, পুলিশ বাহিনীসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মুসলিম উদ্দিন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধক্ষ্য জয়নাল আবেদিন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মোশারফ হোসেন তরফদার, ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ। এদিকে সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পরে একই মঞ্চে যুদ্ধে যাব নাটক মঞ্চস্থ হবে।
