আখাউড়ায় স্বাধিনতা দিবস পালনের জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠািত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন- আহবায়ক সেলিম ভূইয়া, উপজেলা কৃষি অফিসার জুয়েল রানা, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মুঞ্জুআরা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কানু, জমশিদ মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার জেসমিন সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি মৌসুমী আক্তার,দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজ রহমান, রেলওয়ে থানার ওসি শ্যামল কুমার দাস,আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি জুটন বনিক প্রমুখ।
সভায় ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধিনতা দিবসে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।