আজ বুধবার সন্ধ্যায় আখাউড়ায় স্কাউটের কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত মহা তাবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম।
সভাপতি ও অতিথিদের স্কার্প পড়ানো মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্কার্প পড়িয়ে দেন স্কাউটসের সাইফুল ইসলাম, নাজমীন আক্তার ও রহিমা খানম। স্বাগত বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন শিক্ষক মৌসুমী আক্তার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কাউটস নেতা শিক্ষক মো: কয়েশ আলী, বরকত উল্লাহ, হাফিজ উদ্দিন, মাহমুদা আক্তার, মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শাহজালাল।
সংশ্লিষ্টরা জানায়, স্কাউটসের এই অনুষ্ঠান তিনদিন ব্যাপী চলছে। ৫৪টি স্কুল এতে অংশগ্রহন করেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com