ব্রেকিং

x

আখাউড়ায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে জেএসসি পরীক্ষা সম্পন্ন

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | ২:৪৫ অপরাহ্ণ

আখাউড়ায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে জেএসসি পরীক্ষা সম্পন্ন
ছবি: অনলাইন

আজ বৃহস্প্রতিবার ১৪ নভেম্বর সুস্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আখাউড়া উপজেলায় জেএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হয়।


জানাগেছে, আখাউড়া উপজেলার ৪টি কেন্দ্রে ৩ হাজার ৪১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। গত ২ নভেম্বর থেকে টানা ৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষার পর ঘুর্ণিঝড় বুলবুলের আক্রমনে পরীক্ষা ৩ তিন পিছিয়ে দেয়া হয়। পরে গতকাল ১৩ নভেম্বর ও আজ ১৪ নভেম্বর জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ছিল জেএসসি পরীক্ষার শেষ দিন।


পরীক্ষা কেন্দ্রগুলোতে খবর নেয়ার সময় জানাগেছে, প্রতি বছরের ন্যায় এবারও সুন্দর, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে জেএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর কোন ঘটনার খবরও পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রের বাইরের পরিবেশও ছিল শান্ত। আইন শৃংখলা পরিস্থিতিও ছিল নিয়ন্ত্রণে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!