আখাউড়ায় সুধীসমাজের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান (বিপিএম, পিপিএম) মতবিনিময় করেছেন।
আজ রোববার বিকাল ৪টায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের সভাপতিত্বে থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামীলীগ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সুধীসমাজের লোকজন আইন শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে বিভিন্ন অপরাধের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান সুধী সমাজের উদ্দেশ্যে বলেছেন, আখাউড়ায় মাদক একটি বড় সমস্যা। তিনি তা নিয়ন্ত্রণে সব ধরণের পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
তিনি আরো বলেছেন, আইনমন্ত্রী এড. আনিসুল হক এমপিও আখাউড়ার মাদক নির্মুলে পদক্ষেপ গ্রহন করতে বলেছেন।
এদিকে মতবিনিময়ের আগে নবাগত পুলিশ সুপারকে উপজেলা প্রশাসন, আখাউড়া থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভা, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন মহল ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, মনির হোসেন বাবুল, আখাউড়া থানার ওসি তদন্ত আরিফ আমিন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন, দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন ও মনিয়ন্দের চেয়ারম্যান কামাল ভুইয়া প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com