ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় এক পথচারী (২৮) নিহত হয়েছে। নিহত যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারী নিহত হয়।আখাউড়া থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার বাসষ্ট্যান্ড এলাকায় গত বুধবার বিকালে সামনে দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সা এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই পথচারী মাথায় প্রচন্ড আঘাত পেয়ে আহত হয়। পরে আহত অবস্থায় ধরখার ফাঁড়ি থানার পুলিশ তাকে আখাউড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, রাত সাড়ে ১২ টার দিকে আহত ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায মারা যায়। এদিকে পুলিশ চালককে আটক ও অটোরিক্সাটি জব্দ করেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com