ঈদকে সামনে রেখে আখাউড়া উপজেলায় প্রায় সাড়ে ৮ হাজার দুস্থদের মধ্যে সরকারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আখাউড়া উত্তর, আখাউড়া দক্ষিণ, মোগড়া, মনিয়ন্দ, ধরখার ও আখাউড়া পৌরসভায় এই চাল পর্যায়ক্রমে বিতরণ হয়।
আজ বৃহস্প্রতিবার আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
সংশ্লিষ্টসুত্রে জানাগেছে, পবিত্র ঈদ উপলক্ষে আখাউড়া উপজেলার ৮ হাজার ৪৭৫ জন অসহায় দরিদ্র নারী পুরুষের মধ্যে সরকারের ভিজিএফের চাল বিতরণ হয়। প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। এর মধ্যে আখাউড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, মনিয়ন্দ ইউনিয়নে ৮৬৪ জন, ধরখার ইউনিয়নে ১ হাজার ২০৩ জন, মোগড়া ইউনিয়নে ৯৭১ জন, আখাউড়া উত্তর ইউনিয়নে ৪৪২জন ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৩৭৮ জন দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল দেয়া হয়েছে। আখাউড়া পৌরসভায় ৬৯.৩১৫ মেট্রিক টন এবং ৫ ইউনিয়নে ৫৭.৫৫৫ মেট্রিক টন চাল বিতরণ হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com