আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাড়ে ১০ লাখ টাকাসহ ইদন মিয়া (৪০) নামে এক শীর্ষ হুন্ডি ব্যবসায়ি আটক হয়েছে। গতকাল রোববার বিজিবি সদস্যরা দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানাগেছে, গতকাল বোরবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া ফকিরমুড়া বিউপির বিজিবি সদস্যরা সীমান্তের আনন্দপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় আখাউড়া মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের ধন মিয়ার পুত্র ইদন মিয়াকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীর সময় তার নিকট থেকে নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হয়। আটককৃত ইদন মিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত হুন্ডি ব্যবসা করছে। হুন্ডির টাকার ভারতে পাচার করতে সীমান্তে দিকে যাচ্ছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছে। পরে ভারতে অর্থ পাচারের অভিযোগ এনে ফকিরমুড়া সীমান্ত ফাড়ির হাবিলদার গিয়াস উদ্দিন বাদী তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার এসআই হুমায়ুন কবির জানায়, আটককৃত ইদন মিয়াকে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে খোজ নিয়ে আরো জানাগেছে, ইদন মিয়া একজন শীর্ষ হুন্ডি ব্যবসায়ি। দীর্ঘদিন ধরে সে এই ব্যবসা করছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com