ব্রেকিং

x

আখাউড়ায় সাজাপ্রাপ্ত ডাকাতসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৭:৩০ অপরাহ্ণ

আখাউড়ায় সাজাপ্রাপ্ত ডাকাতসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়ায় ডাকাতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী আল আমীন (২৭) নামে একজনসহ সুমন মিয়া (৩৪) এবং নাইমুল ভুইয়া (২১) নামে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।


জানাগেছে, আখাউড়া থানা পুলিশ ডাকাতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী আল আমীনকে গোপালপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমীন গোপালপুরের সুজন মিয়ার পুত্র।


শুক্রবার রাতে পুলিশ আখাউড়া আজমপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ সুমন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন আখাউড়া আজমপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

অপরদিকে একই রাতে পুলিশ আখাউড়া ধরখার গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ নাইমুল ভুইয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাইমুল আখাউড়া ধরখার গ্রামের শিশু ভুইয়ার পুত্র।

আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাদকের বিরুদ্ধে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। আখাউড়া উপজেলা মাদক মুক্ত হওয়ার আগ পর্যন্ত পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!