শনিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানাগেছে, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজা প্রাপ্ত আসামী হামিদুল হককে গ্রেফতার করে। শনিবার রাতে অপর এক অভিযানে থানার এস আই শিশির কুমার বিশ্বাসসহ পুলিশ ফেন্সিডিল ও স্কফ সিরাপসহ কুড়িপাইকা গ্রামের ইব্রাহীম খলিলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com