আখাউড়ায় ভুমি জবরদখলে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারে সশস্ত্র হামলা হয়েছে। হামলায় মৃত রতন পারভেজ নামক এক সাংবাদিক পরিবারের ৪ জনসহ ৫ জন আহত হয়েছেন। গুরুত্ব আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও ৪ জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন ইয়ার হোসেন (৫৫), সোহাগ মিয়া (৪০), কুহিনুর বেগম (৪২),শিউলী বেগম (২৭), হানিফ মিয়া(৪৫)। আহতের মধ্যে ইয়ার হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হয়েছে।
সাংবাদিক রতন পারভেজের স্ত্রী আহত কুহিনুর বেগম জানায়, আজ সন্ধ্যায় পাশের বাড়ির হানিফ মিয়া তার লোকজন নিয়ে তাদের বাড়ির জায়গা জবরদখল করতে আসলে তারা বাধা দেয়। এতে হানিফ মিয়া ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর সশস্ত্র হামলা চালায়। এই হামলায় তাদের পরিবারের ৪ জন গুরুত্বর আহত হয়।
অপর পক্ষের একমাত্র আহত ব্যক্তি হানিফ মিয়া জানায়, রাস্তা বন্ধের প্রতিবাদ করায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশ এলাকা পরির্দশন করে পরিস্থিতি শান্ত করেছে বলে খবর পাওয়া গেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com