আজ শুক্রবার সন্ধ্যায় আখাউড়ায় আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপির সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আখাউড়া উপজেলার শাখার নেতারা। সন্ধ্যা সাড়ে ৬টায় আখাউড়া রেলস্টেশনের ভিআইপি ওয়েটিং রোমে স্বাক্ষাতের সময় শিক্ষক নেতারা আইনমন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় মন্ত্রীমহোদয়ের সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন প্রমুখ। শিক্ষক সমিতির নেতাদের মধ্যে ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেকের মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম, শিক্ষক নেতা শাহ জালাল, মাহবুবুল আলম, সাইফুল ইসলাম, আ.ক.ম মঈন উদ্দিন,সাইদুর রানা, তাহমিনা আক্তার, হাসিব আলী রাসেদ, তারেক মাহমুদ, রুহুল আমীন, সাবিকুন্নাহার প্রমুখ।
মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস জানান, সৌজন্য স্বাক্ষাতের সময় আইনমন্ত্রী মহোদয় তাদের শিক্ষক সমিতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন।
মন্ত্রীমহোদয়ের সাথে স্বাক্ষাতের আগে অপেক্ষামান শিক্ষকরা
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com