আজ শনিবার আখাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আখাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসের শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি সমবায় র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে ১১টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
উপজেলা সমবায় অফিসার পরিমল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাবিনা ইয়াছমিন, অধ্যাপক কামাল উদ্দিন, আখাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মমিনুল হক ভুইয়া এবং এনএস কবির পলাশ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com